প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় নির্মোহ বিচার অপরিহার্য: বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব সুরক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অবস্থান তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বিএনপি জোর দিয়ে বলেছে, ন্যায়বিচার কেবল অতীতের ঘটনার শাস্তি নিশ্চিত করে না, বরং ভবিষ্যতে যাতে এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটে, সেই নিশ্চয়তাও দেয়। দলটি মনে করে, আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি হতে পারে।
বিএনপি প্রেস বিজ্ঞপ্তিতে 'ল অফ দ্য ল্যান্ড' বা আইনের শাসন অনুযায়ী দেশ পরিচালনার গুরুত্ব তুলে ধরে। তারা স্পষ্ট করে জানায় যে, কিছু চিহ্নিত ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠানের ওপর চাপানো বা তাদের কুকর্মের কারণে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত। দলটির মতে, গুরুতর অপরাধসহ একজন মানুষের ভালো-মন্দের দায় একান্তই তার নিজের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তিবিশেষের ব্যক্তিগত অপরাধের সঙ্গে একটি দেশপ্রেমিক বাহিনীর আবেগ, আস্থা ও সম্মানের কোনো সম্পর্ক থাকা উচিত নয়।
সেনাবাহিনির সদস্যদের 'দেশের ও মাটির গর্বিত সন্তান' আখ্যা দিয়ে বিএনপি জানায়, অধিকাংশ সেনা সদস্য চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক। এর মাধ্যমে কোনো সরকার যেন ভবিষ্যতে সেনাবাহিনীকে বেআইনি বা অন্যায় কাজ করাতে না পারে। বিএনপি এই সর্বজনীন আকাঙ্ক্ষার সঙ্গে 'শতভাগ একমত' বলে ঘোষণা করেছে।
সকালবেলা/এমএস
াাা